তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, অধ্যাপক শাহিনুল আলম মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এতে আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্ব, দীর্ঘ সংগ্রাম এবং প্রতিকূলতার মুখে দৃঢ় অবস্থান বাংলাদেশের বহুদলীয় রাজনীতিতে এক স্বতন্ত্র অধ্যায় তৈরি করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভিসির নির্দেশে ক্যাম্পাসে শোক কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি, প্রয়োজনে জানাজার ব্যবস্থাপনায় সার্বিক সহায়তা দিতে প্রশাসনিক সমন্বয় রাখা হচ্ছে।

খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউর বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তারাও আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। তাদের বক্তব্যে উঠে আসে, তার প্রস্থান জাতীয় রাজনীতিতে এমন এক শূন্যতা তৈরি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয়। তাদের মতে, গণতান্ত্রিক রাজনীতির পথচলায় তার ভূমিকা দীর্ঘ সময় ধরে আলোচনায় থাকবে, বিশ্লেষণে থাকবে, প্রভাবেও থাকবে।

শোকবার্তায় আরও বলা হয়, খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ ও কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত তৈরি করেছে। এর প্রভাব শুধু দলীয় পরিসরে সীমাবদ্ধ থাকবে না, জাতীয় রাজনীতির গতিপথেও পড়বে।

বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২৩ নভেম্বর থেকে টানা ৩৭ দিন তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। তার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

টিআই/জেডএস