জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পদত্যাগ, কালাে টাকার মালিকদের গ্রেফতার, কালাে টাকা সাদা করার আইন বাতিলসহ দুর্নীতি ও অর্থ পাচার বন্ধের দাবি জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি (এম)।

রোববার (১০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দা‌বি জানায় সংগঠন‌টি ।

সমা‌বে‌শে সংগঠ‌নের সাধারণ সম্পাদক সামাদ বলেন, কালাে টাকা সাদা করার আইনের কারণে দেশে দুর্নীতি বেড়ে গেছে। জবাবদিহিতার জায়গা কমছে। অবিলম্বে কালাে টাকা সাদা করার আইন বাতিল, কালাে টাকার মালিকদের গ্রেফতার, দুর্নীতি ও অর্থপাচার বন্ধ এবং ব্যর্থ অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

তিনি বলেন, এই করােনা বিপর্যয়ের সময় ও বিগত ৬ মাসে দেশ থেকে ১০ হাজার ২২০ কোটি টাকা পাচার হয়েছে। বিষয়টি খুব উদ্বেগের।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিন ইয়ামিন, যুগ্ম সাধারণ সম্পাদক মােস্তফা আল খালিদ বিন মাহমুদ, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযােদ্ধা সামছুল হক সরকার, বায়েজিদ হােসেন, গণতান্ত্রিক কৃষক মঞ্চের সভাপতি তালিবুল ইসলাম, দপ্তর সম্পাদক রাসেল, মাষ্টার সিরাজুল ইসলাম প্রমুখ।

এইচএন/এইচকে