সরকারের ব্যর্থতা ও অযোগ্যতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে তামাশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। 

তারা বলেন, মহামারিতে সর্বস্বান্ত নিঃস্ব মানুষের দায়িত্ব না নিলে, লকডাউন কেন কারফিউ দিয়েও মানুষকে ঘরে রাখা যাবে না। প্রাণ বাঁচাতে আয়-রোজগারের আশায় ঝুঁকি নিয়ে হলেও মানুষ বাইরে বেরিয়ে পড়বেই। 

শুক্রবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির শীর্ষ দুই নেতা এসব কথা বলেন। 

করোনা নিয়ন্ত্রণে কোনো পরিকল্পিত ও কার্যকরী রোডম্যাপ তৈরি করতে পারেনি সরকার- এমন দাবি করে এলডিপির নেতারা বলেন, সরকারের অযোগ্যতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। রোগীর চাপে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে জরুরি চিকিৎসা উপকরণ এবং জীবনরক্ষাকারী ওষুধের সংকট দেখা দিয়েছে। এছাড়াও আইসিইউ বেড, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডারের পরিমাণ অত্যন্ত অপর্যাপ্ত। জেলা হাসপাতালগুলোর পরিস্থিতি সব থেকে মারাত্মক রূপ নিয়েছে। 

করোনার অধিক সংক্রমিত জেলাসমূহকে অগ্রাধিকার দিয়ে টিকা প্রদান কার্যক্রম জোরদার করারও আহ্বান জানিয়ে দলটির এই দুই নেতা বলেন, দ্রুত ভ্যাকসিন আমদানির পাশাপাশি দেশে টিকা উৎপাদনের কাজ শুরু করার এখনই সময়। এখন দলবাজি না করে, রাজনৈতিক বিরোধীদের ঘায়েল করায় সময় ব্যয় না করে সরকারের উচিত হবে করোনার ভয়াবহ থাবা থেকে মানুষকে রক্ষা করা।

এএইচআর/এইচকে