মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জয়পুরহাটে দলটির মানববন্ধন থেকে ২৩ নেতা-কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিবৃতিতে তিনি জানান, জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ মো. শামছুল হক, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আমিনুর রহমান বকুল, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, সদস্য মওদুদ আলম, আনিসুর রহমান তালুকদার, সোহেল তালুকদার, তাজউদ্দিন আহম্মেদ তাজসহ ২৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান অবৈধ সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা বিএনপির’র যেকোন কর্মসূচিতেই আতঙ্কিত বোধ করছে। সেজন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। ক্ষমতার দাপটে বিএনপিকে ঠেকাতে এবং কর্মসূচি বানচাল করতে নেতা-কর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করা হচ্ছে।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজেদের দুর্নীতি-দুরাচারের সত্য কাহিনী এখন সরকারি দলের নেতাদের মুখ থেকেই বের হচ্ছে। ফলে দেশব্যাপী গণধিক্কার উঠেছে। ফলশ্রুতিতে সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এএইচআর/এসআরএস