সারাদেশে ইসলামি আন্দোলন বাংলাদেশের গ্রেফতার হওয়া নেতাকর্মীসহ আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। 

সোমবার (১৬ আগস্ট) বিকেলে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ দাবি জানান তিনি। অনুষ্ঠানে গ্রেফতার হওয়া আলেমদের মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

তিনি বলেন, গ্রেফতার, হামলা-মামলা করে ইসলামকে ঠেকিয়ে রাখা যাবে না। দিন দিন ইসলামের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বস্তুবাদী শাসন ব্যবস্থা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে।

দেশে কর্তৃত্ববাদী শাসন চলছে বলে অভিযোগ করে মুফতী ফয়জুল করীম বলেন, মানুষের মৌলিক অধিকার ভূলুণ্ঠিত। জানমাল, ইজ্জতের নিরাপত্তা নেই। সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।

ভ্যাকসিন নিয়ে সরকার রাজনীতি শুরু করেছে দাবি করে তিনি বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি দূর করে দ্রুত সময়ের মধ্যে সবার ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। গণটিকা কর্মসূচি সরকারের দলীয় কর্মসূচিতে পরিণত করেছে। যেখানে সরকারি হিসাব মতে ২৭ কোটি ৬৫ লাখ ডোজ টিকা প্রয়োজন, সেখানে তারা সোয়া কোটি ডোজ টিকা নিয়ে গণটিকা ঘোষণা দিয়ে জাতির সঙ্গে তামাশা করেছে।

 এএইচআর/এসকেডি