সিরাজুল আলম খানের সুস্থতা চেয়ে দোয়া কামনা রবের
সিরাজুল আলম খান
স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা সিরাজুল আলম খান অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপালাতে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়।
বুধবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। ৮০ বছর বয়সী সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
জেএসডি সভাপতি আসম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বিবৃতিতে সিরাজুল আলম খানের সুস্থতা ও দেশবাসীর কামনা করেছেন। তার সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
জেএসডি নেতারা বলেন, ‘বাঙালির জাতিরাষ্ট্র বিনির্মাণে সিরাজুল আলম খানের অবদান অপরিসীম। ১৯৬২ সালে নিউক্লিয়াস বা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করে স্বাধীনতার মন্ত্রকে ছাত্র যুব সমাজের মননে ও চেতনার মাঝে বিস্তার করে দেওয়ার কুশলী কারিগর তিনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি রাষ্ট্র 'বাংলাদেশ' গঠনের অন্যতম রূপকার তিনি।’
বিজ্ঞাপন
জেএসডির নেতাদের দাবি, ‘সিরাজুল আলম খানের নির্দেশনায় প্রণীত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা, রচিত হয় স্বাধীনতার ইশতেহার। তিনি ছিলেন মুজিব বাহিনীর অন্যতম সংগঠক।’
রব ও ছানোয়ার বলেন, ‘রাষ্ট্রীয় পদ-পদবী বা স্থাবর অস্থাবর সম্পত্তির সকল মোহ ত্যাগ করে তিনি নিজেকে স্থাপন করেছেন অপার্থীব উচ্চতায়। এমন নির্মোহ ব্যক্তিত্ব জগতে বিরল। মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তিই তার নিরবচ্ছিন্ন সাধনা।’
উল্লেখ্য, সিরাজুল আলম খান বাংলাদেশের একজন প্রখ্যাত সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২ সনে গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ গঠন করেন। নিউক্লিয়াস ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ নামেও পরিচিত। এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গঠনে ভূমিকা রেখেছিলেন সিরাজুল আলম খান।
সিরাজুল আলম খানের জন্ম ১৯৪১ সালের ৬ জানুয়ারি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলীপুর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।
এএইচআর/ওএফ