আওয়ামী লীগের পতাকা

চূড়ান্ত অনুমোদনের পর ঘোষিত জেলা কমিটিতে পদ পাওয়া বিতর্কিতদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের এমন নির্দেশ দিয়েছেন তিনি।

সভায় উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করে জানান, সারাদেশ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে তুলে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের উদ্দেশে তিনি বলেন, অভিযোগগুলো যাচাই করে সত্যতা পাওয়া গেলে ওইসব নেতাদের বাদ দিতে হবে। প্রস্তাবিত জেলা কমিটিও যাচাই করে এমন কেউ থেকে থাকলে বাদ দিতে হবে। যত প্রভাবশালী নেতাই হোক সাংগঠনিক পদ পাওয়ার উপযুক্ত নয়, দুনীতির অভিযোগ আছে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা নেই এমন নেতাকে বাদ দিতে হবে।

এ সময় চূড়ান্ত অনুমোদন দেওয়া কমিটিতেও এমন কেউ থেকে থাকলে বাদ দেওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। 

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ ডিসেম্বর জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে মার্চ মাসের ৮ তারিখ পর্যন্ত ৩১টি জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সাংগঠনিক জেলার ৩২টিতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২১তম জাতীয় সম্মেলনের আগে-পরে। এই সকল জেলার ২০টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে। বাকিগুলো এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যাচাই-বাছাই চলছে। গত ৩ জানুয়ারি অনুমোদন পেয়েছে খুলনা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলমান রয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, আবদুর রাজ্জাক, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও আবদুস সোবহান গোলাপ। 

এইউএ/এইচকে