ভ্যাকসিনের জন্য সরকার দলীয় লোকদের তালিকা করছে: রিজভী
করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন দেওয়ার জন্য সরকার শুধু দলীয় লোকদের তালিকা তৈরি করছে বলে দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি বলেন, ভ্যাকসিন নিয়েও সরকার দলীয়করণের চেষ্টা করছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরে-বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী।
বিজ্ঞাপন
শুধুমাত্র সরকারি দলের নেতাদের তালিকা করে ভ্যাকসিন দেওয়ার খবর শোনা যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, ভিন্নমত বা বিরোধী দলের লোকেরা করোনা ভ্যাকসিন পাবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ভোট কেন্দ্রে যেমন বিরোধী দলের নেতাকর্মীরা যেতে পারে না, তেমনি করোনা ভ্যাকসিনও বিরোধী নেতাকর্মীরা পাবে না।
ভারত থেকে আনা করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও সংশয় প্রকাশ করেছে বিএনপির এ নেতা। তিনি বলেন, ভারতে এ ভ্যাকসিন নিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সেই ভ্যাকসিন বাংলাদেশে আনা হচ্ছে। তাই ভ্যাকসিন নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
শ্রদ্ধা জানানো সময় উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন প্রমুখ।
এএইচআর/এসএম