করোনা পজিটিভ ইনু
হাসানুল হক ইনু
করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বর্তমানে তার অবস্থায় স্থিতিশীল রয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, হাসানুল হক ইনুর গানম্যান করোনা পজিটিভ হলে তিনি মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের কোভিড বুথে টেস্ট করান। দুপুরে ফলাফল পজিটিভ আসে। তিনি নিশ্চিত হবার জন্য ডক্তারের পরামর্শে একইদিন একটি বেসরকারি হাসপাতালে করোনার দ্বিতীয় টেস্ট করান। দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসকরা তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘন্টা পর আবার টেস্ট করার পরামর্শ দেন। তিনি ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে সতর্কতামূলকভাবে ১৫ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন।
সাজ্জাদ বলেন, শনিবার (১৬ জানুয়ারি) তৃতীয়বার করোনা টেস্টে আবারো পজিটিভ হন।
বিজ্ঞাপন
ইনু বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন আছেন বলে উল্লেখ করে সাজ্জাদ জানান, সিটি স্ক্যানসহ করোনা সম্পর্কিত রিপোর্টে হাসানুল হক ইনুর কোনো অস্বাভাবিকতা ও জটিলতা পাওয়া যায়নি। বর্তমানে স্বাভাবিক ও স্থিতিশীল আছেন।
এএইচআর/ওএফ