মাহমুদুর রহমান মান্না ফুলের তোড়া দিয়ে মনিরাকে শুভেচ্ছা জানাচ্ছেন

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য মনিরা বেগম নাগরিক ঐক্যে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় তোপখানায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ফুলের তোড়া দিয়ে মনিরাকে শুভেচ্ছা জানান।

এ সময় মনিরা বেগম বলেন, বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আপসহীন নেতা মাহমুদুর রহমান মান্না। বর্তমান ক্ষমতাসীন দখলদারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নাগরিক ঐক্য সক্রিয়। তাই আমি এই দলে যোগদান করেছি।

দলে যোগদান করার জন্য মনিরা বেগমকে শুভেচ্ছা জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, তার যোগদান নাগরিক ঐক্যকে সাংগঠনিকভাবে সমৃদ্ধ করবে।

সরকারের সমালোচনা করে মান্না বলেন, দেশ আজ চরম সংকটে। সর্বগ্রাসী দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে সরকার। গুম, খুন, পুলিশি নির্যাতন এবং দলীয় ক্যাডার বাহিনী দিয়ে ভয়ের রাজত্ব কায়েম করেছে তারা।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এই স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার একমাত্র পথ গণ আন্দোলন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই এই দখলদার ভোট ডাকাত সরকারকে বিদায় করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব মুকুল, ডা. জাহেদ উর রহমান, সাকিব আনোয়ার, সাকিব আলী, আবু তালেব দেওয়ান প্রমুখ।

এএইচআর/এইচকে