কোকোর মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি। কোকোর কবর জিয়ারত, মিলাদ মাহফিল এবং আলোচনা সভার মতো কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন দলটি।
শনিবার (২৩ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, রোববার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করবেন। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন ও গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সব কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে পালন করার অনুরোধ করা হয়েছে।
তিনি আরও জানান, কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না উপস্থিত থাকবেন।
বিজ্ঞাপন
আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে ২৮ জানুয়ারি তার মরদেহ দেশে আনা হয়। ওইদিনই বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
এএইচআর/এমএইচএস