২০ দলীয় জোটের শরিক এলডিপির (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, আমাদের জোটে থেকে কেউ যদি জোটবিরোধী তৎপরতা চালায়, তবে তাদের চিহ্নিত করতে হবে এবং বের করে দিতে হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাম্যবাদী দলের এক সভায় এ কথা বলেন তিনি। এ সময় মঞ্চে জোটের সমন্বয়ক বিএনপি নেতা নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। 

শাহাদাত হোসেন সেলিম বলেন, ২০ দলীয় জোটের সবাইকে একই কণ্ঠে, একই সুরে কথা বলতে হবে। জোটের মধ্য থেকে দু-একজন নেতা জাতীয় সরকার গঠনের বক্তব্য দিচ্ছেন। এটা জোটের বক্তব্য নয়, এটা বিএনপিরও বক্তব্য নয়।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় সরকার গঠনের বিষয়ে আমাদের আগ্রহ নেই। এ ধরনের চিন্তা যারা করবে, তাদের প্রতিহত করব। ঠিকানাবিহীন কয়েকজন নেতা এখন জাতীয় সরকারের স্বপ্ন দেখছেন এবং দেখাচ্ছেন। তাদের মূল উদ্দেশ্য হলো নিজেকে পুনর্বাসন করা।

জোটের এ নেতা আরও বলেন, জোটে থাকতে হলে, তারেক রহমানের নেতৃত্বকে সমর্থন করতে হবে, মেনে নিতে হবে। কেউ জোটের মধ্যে থেকে যদি কেউ তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য রাখেন ,তবে তাকে সঙ্গে সঙ্গে জোট থেকে বহিষ্কার করার আহ্বান জানাই।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, নিউ নেশনের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী মিলন প্রমুখ।

এমএইচএন/আরএইচ