চসিক নির্বাচনে পুলিশি তাণ্ডব চলছে : বিএনপি
বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসির কর্মকর্তারা মিলে আরেকটি জালিয়াতির নির্বাচন করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পুলিশি তাণ্ডব চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় নির্বাচন নামে তামাশা চলছে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চট্টগ্রাম সিটির ভোট নিয়ে এক লিখিত অভিযোগ ইসি সচিবের কাছে জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যে নির্বাচনের আয়োজন করে সেটা হচ্ছে কেড়ে নেওয়ার নির্বাচন, মানুষকে ভোটকেন্দ্রে না আসতে দেওয়ার নির্বাচন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টদেরকে বের করে দেওয়ার নির্বাচন। আজকে সকাল থেকে যে নির্বাচনটি শুরু হয়েছে, তার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ধানের শীষের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে।
রিজভী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন। ভোটের নামে চূড়ান্ত পর্যায়ে তামাশা হচ্ছে। সে সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারকে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র হত্যাকারী ঘাতক বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা ভোটের ৩ ঘণ্টার সংক্ষিপ্ত চিত্র দিয়েছি। এটা নজিরবিহীন নির্বাচন। দিনের ভোট রাতে হয়। অন্তত ২০টি বিষয়ে লিখিত অভিযোগ তুলে ধরে রিজভী জানান, এ ভোটে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, তারা বসতে পারেন না, ভোটাররা ভোট দিতে পারেন না। আজকে দুজন মারা গেছেন, এটা সহিংসতার নির্বাচন।
তিনি আরও জানান, আজকের ভোটে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ভোটাররা যাতে কেন্দ্রে যেতে না পারেন সেজন্য বাধা দেওয়া হচ্ছে। পুলিশ কিছু করতে পারছে না। এটা প্রহসনের নির্বাচন। এ সরকারের সময়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা নরিজবিহীন ভোট ডাকাতির ও সন্ত্রাসের নির্বাচন।
এসআর/এমএইচএস