বিএনপির অঙ্গ-সংগঠন স্বেচ্ছাসেবক দলের মানিকগঞ্জ ও চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল কমিটির অনুমোদন দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. রফিকুল ইসলাম জানান- মানিকগঞ্জ জেলা শাখায় মুহাম্মাদ শরীফ ফেরদৌসকে আহবায়ক, অ্যাডভোকেট মো. আওলাদ হোসেনকে সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে মো. জিন্নাহ খান ও মো. ফারুক হোসেন। আবার কাজী নাদিম হোসেন টুয়েল, মো. আসিফুর রহমান রামিল, আব্দুল খালেক, মো. মুরাদ হোসেন, মো. ফারুক হোসেন (সাইদুর), মো. শহিদুল ইসলাম (শিবালয়), মো. জাকির হোসেন ও হাবিব খান হাবিবকে যুগ্ম আহবায়ক করে স্বেচ্ছাসেবক দলের মানিকগঞ্জ জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা শাখায় হযরত আলী ঢালীকে আহবায়ক, কাজী ইব্রাহিম জুয়েলকে সদস্য সচিব, সোলেমান ঢালীকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উদ্দিন আহমেদ (শিশু), মাসুদুর রহমান মাসুদ মাঝি, মো. কামরুজ্জামান হাসনাত, মো. খোকন মিজি, শামসুল আলম সূর্য, মো. ইউসুফ আলী, সামসুল আরেফিন খান, ইয়াকুব বিন ছায়েদ লিটন ও মো. অলি আহমেদ চৌধুরীকে যুগ্ম আহবায়ক করে স্বেচ্ছাসেবক দলের ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।

এর আগে ২০১৬ সালের ২৭ অক্টোবর সদ্য প্রয়াত শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদির ভুঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। তার সাড়ে তিন বছরের বেশি সময় পর ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের ১৪৯ সদস্যের ‘আংশিক পূর্ণাঙ্গ’ কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি।

মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি ও জুয়েলকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সে সময় সিনিয়র সহ-সভাপতি পদে মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি পদে গোলাম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরেজ জামান এবং সাংগঠনিক সম্পাদক পদে ইয়াসীন আলীকে দায়িত্ব দেওয়া হয়।

এএইচআর/ওএফ