বাংলাদেশ নিয়ে আলজাজিরায় প্রচারিত প্রতিবেদনটির নিন্দায় সরব হয়েছেন আওয়ামী লীগ নেতারা। ওই প্রতিবেদন নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলছেন, বাংলাদেশ থেকে যারা পলাতক, এখনও যাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তারা এখন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যোগাযোগ করে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করছে। 

দেশের মানুষ সতর্ক আছে, সজাগ আছে। আওয়ামী লীগের ভিত্তি তৃণমূল থেকে গঠিত। সুতরাং, ছোটখাটো কাতুকুতু দিয়ে লাভ হবে না বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।
 
আজ (বুধবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে ‘একুশের চেতনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।

আলোচনা সভায় হাছান মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে কিছু ভুল তথ্য কাট-পেস্ট করে যে ধরনের প্রতিবেদন প্রচার করা হচ্ছে, এটি আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। অতীতে যেমন বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এগুলো করা হচ্ছে। আমি দেশবাসীকে অনুরোধ জানাবো যে, এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে এটি অনেকের পছন্দ নয়। 

তিনি আরও বলেন, দেশে সঠিকভাবে করোনা মোকাবিলা করতে শেখ হাসিনা সক্ষম হয়েছেন। এই করোনাকালে পৃথিবীর সব দেশে যখন ঋণাত্মক জিডিপির প্রবৃদ্ধি সেখানে আমাদের পজিটিভ জিডিপি প্রবৃদ্ধি। এটি অনেকের সহ্য হচ্ছে না। সেই কারণে এখন নতুন খেলায় মেতে উঠেছে। এই খেলা খেলে কোনও লাভ হবে না। বিশ্ব ব্যাংক একটি শক্তিশালী দেশের তৎকালীন গুরুত্বপূর্ণ নেতৃত্বের সমর্থন নিয়ে দেশের বিরুদ্ধে সহযোগিতা করেছিল। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে। এখনো যেই ষড়যন্ত্র হচ্ছে, এগুলো ভেস্তে যাবে।

এইচএন/এনএফ