ফেসবুক অ্যাকাউন্ট নেই মির্জা ফখরুলের : রিজভী
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ফেসবুক ব্যবহার করেন না। ফলে তার নামে ফেসবুকে থাকা ফেসবুক অ্যাকাউন্টগুলো ভুয়া।’
বিজ্ঞাপন
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘প্রতারণার উদ্দেশে কোনো প্রতারকগোষ্ঠী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি মহাসচিবের নিজস্ব কোনো ফেসবুকে অ্যাকাউন্ট নেই এবং তিনি ফেসবুক ব্যবহার করেন না।’
বিএনপির এ নেতা বলেন, ‘ইতোপূর্বেও মির্জা ফখরুল এ বিষয়ে বেশ কয়েকবার গণমাধ্যমে প্রতিবাদ করেছেন এবং থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। সুতরাং এই সমস্ত ভুয়া ফেসবুকের সঙ্গে বিএনপি মহাসচিবের কোনো সংশ্লিষ্টতা নেই।’
বিজ্ঞাপন
কোনো জালিয়াতি চক্র বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তা ব্যবহার করছে বলে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফেসবুক কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।’
প্রসঙ্গত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। বিএনপির চেয়ারপারসেনর মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্ট-কে জানান, গত ৩১ জানুয়ারি মির্জা ফখরুল সস্ত্রীক সিঙ্গাপুরে গেছেন চিকিৎসার জন্য। করোনার কারণে তাকে সেখানে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এরপর তার চিকিৎসা শুরু হবে। ৭৩ বছর বয়সী মির্জা ফখরুল ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টার্নাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান।
এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর ফখরুল সিঙ্গাপুরে যান বলেও জানান শায়রুল কবির।
এএইচআর/এফআর