আমিরাতে মৃত্যুশূন্য দিনে ৬০৫ জনের করোনা শনাক্ত
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে কেউ মারা যাননি। এ সময় ৪ লাখ ১৭ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ হয়েছেন ৬০৫ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭১ জন। রোববার (২৭ ফেব্রুয়ারি) আক্রান্তের সংখ্যা ছিল ৬২২ জন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৭৯ হাজার ৯৭৩ জন, মারা গেছেন ২ হাজার ৩০১ জন এবং মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৪ হাজার ৪১ জন।
এদিকে গত ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ইউএইগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে আমিরাত সরকার।
বিজ্ঞাপন
তবে করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আমিরাত স্বাস্থ্য বিভাগ।
অন্যদিকে সোমবার থেকে আমিরাতের অন্যান্য বিভাগ থেকে রাজধানী আবুধাবি প্রবেশে আল হোসেন অ্যাপসে গ্রিন পাসের প্রয়োজন হবে না।
সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম করোনা শনাক্ত হয়।
জেডএস