আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি সড়কের নাম সাময়িকভাবে পরিবর্তন করে ‘বেগম রোকেয়া সড়ক’ রাখা হয়েছে। 

বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে মাদ্রিদ শহরের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় সড়কটির এ নাম দেওয়া হয়েছে। 

নারীবাদী আন্দোলনের সাথে সম্পৃক্ত কয়েকটি সংগঠন গত ৬ মার্চ স্থানীয় অ্যাম্বাসেডর এরিয়ার ১৪টি রাস্তা ও স্থানের নাম পরিবর্তন করে নারী আন্দোলনের সাথে বিশেষভাবে সম্পৃক্ত এমন নারীদের স্মরণ করে নামফলক যুক্ত করে। ‘ভালিয়েন্তে বাংলা’ নামক একটি প্রবাসী বাংলাদেশি সংগঠন এই আন্দোলনে সম্পৃক্ত থাকায় তারা বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামে একটি সড়কের নামফলক সম্পৃক্ত করে।

‘ভালিয়েন্তে বাংলা’ সংগঠনের সভাপতি মো. ফজলে এলাহি এ বিষয়ে বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীবাদী আন্দোলনেও আমাদের সংগঠনের নারী সদস্যরা সম্পৃক্ত রয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের অধ্যুষিত এলাকা লাভাপিয়েস সড়কটির নাম বেগম রোকেয়া সড়ক প্রস্তাব করা হলে তা গৃহীত হয়।  

তিনি আরও জানান, সাময়িকভাবে এই নাম পরিবর্তন করা হয়েছে। তবে ভবিষ্যতে এই সড়কের নাম যেন বাংলা ভাষাকে স্মরণ করে বাংলা হরফে ‘লাভাপিয়েস সড়ক’ দেওয়া হয় সে জন্য তাদের সংগঠন স্থানীয় সিটি করপোরেশনের কাছে দাবি জানিয়েছে।

‘ভালিয়েন্তে বাংলা’ সংগঠনের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন জানান, তাদের সংগঠন অভিবাসীদের সমস্যা সমাধানে সম্পৃক্ত থাকার পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি লালনেও নানা উদ্যোগ নিয়ে থাকে। আর তারই প্রয়াস হিসেবে প্রবাসে বাংলা ভাষার বিস্তারে এই উদ্যোগ নেওয়া হয়েছে।  

এনএফ