কুয়েতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকালে কুয়েতের মিসিলায় দূতাবাসের বঙ্গবন্ধু কর্ণারে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৪ বছর থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে চার ভাগে বিভক্ত করে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, গ্রাম বাংলার প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য চিত্রাঙ্কনে তুলে ধরে প্রবাসী বাংলাদেশি শিশু কিশোররা। এতে প্রায় শতাধিক শিশু কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরিশেষে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ, শ্রম কাউন্সির আবুল হোসেনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা কুয়েত বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এর আগে ১৭ মার্চ সকাল সাড়ে ৮টায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও উদযাপন করা হয়।
বিজ্ঞাপন
কুয়েতে বাংলাদেশি নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানের নেতৃত্বে দূতাবাসে কর্মকর্তা ও কর্মচারীসহ কমিউনিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসের কর্মসূচির সূচনা করেন। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জনগণের কল্যাণ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। রাষ্ট্রদূতের ব্যক্তিগত সহকারী জিহোন ইসলামের সঞ্চালনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তারা। বঙ্গবন্ধুর জীবনী ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপরে আলোচনা সভায় বাংলাদেশ কমিউনিটির নেতারা বক্তব্য রাখেন।
এসএসএইচ