মহান বিজয় দিবসে কানাডায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন করেছে কানাডার অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

১৬ ডিসেম্বর দিনের শুরুতে বাংলাদেশ হাউজে ভারপ্রাপ্ত হাইকমিশনার চিরঞ্জীব সরকার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু করেন। জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়। হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের কর্মসূচি দু’ভাগে বিভক্ত ছিল। পতাকা উত্তোলনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিকেল ৫টায় শুরু হয় দিনের দ্বিতীয় কর্মসূচি। করোনার কারণে কানাডার ১০টি প্রদেশ ও তিনটি টেরিটোরির বাংলাদেশি কমিউনিটির নেতা ও সদস্যরা অনলাইনের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগদান করেন। মিশনের কাউন্সেলর মো. সাখাওয়াৎ হোসেন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের শুরুতেই বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তা দেখানো হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠের পর কানাডায় বসবাসরত আমন্ত্রিত বাংলাদেশি কমিউনিটির নেতারা উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার চিরঞ্জীব সরকার।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি সকলকে একযোগে কাজ করতে আহ্বান জানান।

আলোচনা সভায় অংশগ্রহণ করে বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে জীবন দানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত হাইকমিশনার ড. খলিলুর রহমান।

তিনি বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির জন্য উৎসব ও গর্বের একটি দিন। আজ এই আনন্দের দিনে তিনি সকলকে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিতে একযোগে কাজ করার আহ্বান জানান।

এর আগে আমন্ত্রিত অতিথিরা তাদের পরিচয় দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করেন। দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে বলে সকলেই একমত পোষণ করেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- আজিজুর রহমান প্রিন্স, আহসান হাবীব, গোলাম কিবরিয়া, ওমর সেলিম, কবির চৌধুরী, বাহাউদ্দিন শিশির, ড. নুরুল হক, মমতা দত্ত, রিয়াজুল হক, লিটন মাসুদ, ফাইজুল করিম, হাসানুজ্জামান, মুস্তাফা কামাল, আব্দুস সালাম, ড. শফি ভূঁইয়া, মনির হোসেন, তাজুল রিয়াদ, গোলাম মহিবুর রাহমান, শহিদুল ইসলাম, সোহেল হাওলাদার, কবি আসাদ চৌধুরী, রাশেদা নেওয়াজ, সেলিম জুবেরী, সাদেরা সুজন, মাসুদ সিদ্দিকী, এস এম এ রানা, জাকির হোসেন প্রমুখ।

এফআর