জেদ্দায় কূটনীতিকদের সম্মানে কনসাল জেনারেলের নৈশভোজ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং প্রবাসী বিশিষ্ট নাগরিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট।
শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় নাসিম রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশর ৫১ তম স্বাধীনতা দিবস আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাজেন বিন আল হিমালি।
বিজ্ঞাপন
রাত ৯টার দিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলামসহ দূতাবাসের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
বিজ্ঞাপন
নৈশভোজ অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারতের কনসাল জেনারেলসহ বিভিন্ন দেশের ৩২ জন কনসাল জেনারেল ও আরও অনেক মিশনের ভাইস কনসাল, ওআইসি, আইডিবি, সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
মাজেন বিন আল হিমালি এবং কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক কুশল বিনিময় শেষে অপেক্ষমাণ বিভিন্ন দেশের কূটনৈতিক নিয়ে কেক কাটেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এর আগে দুদেশের জাতীয় সংগীত বাজানো হয়। বাংলাদেশের বিশাল কর্মযজ্ঞের উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন অতিথিরা। নৃত্য ও জয় বাংলা গানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।