দক্ষিণ আফ্রিকার পিট্রোরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় রাষ্ট্রদূত নুর হেলাল সাইফুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তারা পাকিস্তানি সেনাবাহিনীকে দেশ থেকে বিতাড়িত করে।

তিনি আরও বলেন, ২৫শে মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে রাজনৈতিক দলগুলোসহ সামাজিক, সাংস্কৃতিক গোষ্ঠীকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের সভাপতি ডা. লুৎফর রহমান রূপম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমঞ্চে সম্মান ও গৌরবের সঙ্গে জায়গা করে নিয়েছে।

অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ, যুবলীগসহ সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।

এমএইচএস