কুয়েতে নির্মাণাধীন বিমানবন্দরে আগুন
কুয়েতের নতুন নির্মাণাধীন বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৮ মার্চ) সকালে বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম আল রাইয়ে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, দাহ্য পদার্থ থেকে টার্মিনালের বেজম্যান্ট ও নিচ তলায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পাঁচ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নির্বাপণে কাজ করেছেন ফায়ার সার্ভিসের দেড়শো কর্মী।
এদিকে আগুনের সূত্রপাত ও কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে জানান কুয়েতের গৃহায়ণ গণপূর্তমন্ত্রী আলী হোসেন আল মুসা।
বিজ্ঞাপন
এমএইচএস