কুয়েতের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মে) বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘রবীন্দ্র সন্ধ্যা’র আয়োজন করা হয়।

রাষ্ট্রদূতের ব্যক্তিগত সহকারী জিহোন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কুয়েত প্রবাসী সাহিত্য প্রেমী কবিরা রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি করেন এবং প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোররা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।

সবশেষে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি,  পিএসসি সাহিত্যে বিশ্বকবি রবীন্দ্রনাথের অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আখতারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও কুয়েতে বাংলাদেশি কমিউনিটি প্রবাসীরা।

আইএসএইচ