চাকরি হারানো কর্মীদের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার একটি নতুন বিমা প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে। সোমবার (৯ মে) সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার বৈঠক শেষে এক টুইটে আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানান, বেকারত্ব বিমা প্রকল্পটি বিমাকৃত ব্যক্তিকে হঠাৎ চাকরি হারানোর কারণে সীমিত সময়ের জন্য নগদ অর্থ দেবে।

বিমা প্যাকেজের মাধ্যমে সিস্টেমটি বাস্তবায়িত হবে। একজন বিমাকৃত কর্মচারীকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে, যতক্ষণ না সে অন্য চাকরি খুঁজে পায়।

তিনি টুইটে আরও জানান, এই প্রকল্পের উদ্দেশ্য হলো সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারের প্রতিযোগিতা বাড়ানো, কর্মীদের রক্ষা করা এবং একটি স্থিতিশীল কাজের পরিবেশ প্রতিষ্ঠা করা।

তবে শেখ মোহাম্মদ বা তার অফিস এ প্রকল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মতে, বেকারত্ব বিমা প্রকল্পগুলো উদীয়মান এবং উন্নত— উভয় অর্থনীতিতেই প্রয়োগ করা হবে, যাতে কর্মরত ব্যক্তিদের চাকরি হারানোর ঝুঁকি থেকে রক্ষা করা যায়।

এসএসএইচ