মালয়েশিয়া থেকে ৫৯ হাজার অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত
৫৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন বিভাগ ও পুলিশের অভিযানে ২০১৯ সাল থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত নানা ধরনের অপরাধে বিভিন্ন দেশের মোট ৫৯ হাজার ১১৪ জন অভিবাসীকে গ্রেপ্তার করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
তবে এখনও ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসী নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। করোনা পরিস্থিতির কারণে প্রত্যাবর্তন ব্যাহত হচ্ছে বলে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক হামজা জয়নুদ্দিন এক বিবৃতিতে জানিয়েছেন।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী আরোও জানিয়েছেন, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের মোট ৩৭ হাজার ৩৮ জন অভিবাসীকে আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশের পাঁচ হাজার ৪৫০ জন, ইন্দোনেশিয়ার ১৭ হাজার দুই জন, মিয়ানমারের তিন হাজার ৩২২ জন, থাইল্যান্ডের দুই হাজার ৩৫৮ জন ও পাকিস্তানের এক হাজার ৪৯৩ জনসহ বাকিরা অন্যান্য দেশের নাগরিক।
ওএফ
বিজ্ঞাপন