আইডেক্স ও ন্যাভডেক্স প্রদর্শনী

আবুধাবির জাতীয় প্রদর্শনী ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন (আইডেক্স ২০২১) ও নেভি ডিফেন্স এক্সিবিশন (ন্যাভডেক্স ২০২১) শুরু হয়েছে। ৯০০টিরও বেশি সংস্থা ও ৫টি নতুন দেশ এতে অংশগ্রহণ করেছে। 

১৫তম এ প্রদর্শনী উদ্বোধন করেন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। এতে পৃষ্ঠপোষকতাও করছেন তিনি। প্রদর্শনী চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।  

এবারের প্রদর্শনী বিশেষ অর্থ বহন করছে, কেননা এ বছর পালিত হচ্ছে আমিরাতের সুবর্ণজয়ন্তী। গত পঞ্চাশ বছরে উন্নয়ন ও সাফল্যের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে দেশটি। আইডেক্স এবং ন্যাভডেক্সে অত্যাধুনিক, উন্নত ও উদ্ভাবনী প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে।  

সূত্র  : আল বায়ান, আল ইত্তেহাদ ও আল খালিজ 

আরএইচ