সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহজাহানের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল এবং প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ জুলাই) সন্ধ্যায় আমিরাতের শারজাহ প্রদেশের হুদাইবিয়া রেস্তোরাঁয় নবনির্বাচিত কমিটির সভাপতি শিবলি আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির পরিচালনায় আগামী ২৯ জুলাই অভিষেক পূর্ব প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন সংগঠনটির সদস্যরা।

এসময় সংগঠনটির প্রচার সম্পাদক মুহাম্মদ শাহজাহানের বাবা ফজল করিমের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

অভিষেক পূর্ব প্রস্তুতি সভায় সংগঠনটির নেতারা আসন্ন অভিষেক অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের সদস্যদের মধ্যে কর্মবণ্টন ও দিকনির্দেশনা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের হোসেন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইছমাঈল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহজাহান, সদস্য মো. ওসমান চৌধুরী, ইরফানুল ইসলাম, খোরশেদুল আলম জাসেদ, আশরাফুল ইসলাম ভূঁইয়া, এস এম শাফায়েত ও নওশের আলম সুমন।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোদাচ্ছের। দোয়া পরিচালনার আগে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ যোবায়ের হোসাইন রাকিব।

এসএসএইচ