কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা
বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত’র সহ সভাপতি ও সময় টিভির কুয়েত প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক প্রয়াত শরীফ মোহাম্মদ মিজানের মৃত্যুতে শোকসভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৪ জুলাই) খাইতান রাজধানী প্যালেস হোটেলে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের উপস্থাপনায় শোকসভা প্রয়াত শরিফ মিজানের প্রবাসে কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কুয়েত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা।
বিজ্ঞাপন
শোক সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শ্রম কাউন্সিলর আবুল হোসেন, কুয়েতস্থ জনতা গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মুখাই আলী, কুয়েতের প্রবীণ প্রবাসী ও ব্যবসায়ী হাজী জুবায়ের প্রমুখ।
বিজ্ঞাপন
এছাড়াও কুয়েতের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা শরীফ মিজানের স্মৃতিচারণ করেন। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সহযোগিতায় পাশে থাকার আহ্বান জানানো হয়। সার্বিক সহযোগিতা ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. হেবজু, যুগ্ম সম্পাদক সাদেক রিপন, প্রচার সম্পাদক আলাল আহম্মদ, ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন ভুইয়া প্রমুখ।
এসএসএইচ