বিদেশি শ্রমিক নিয়োগ আবেদন সাময়িকভাবে বন্ধ রাখবে মালয়েশিয়া। ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ আবেদন বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। 

নতুন ওই আইন অনুসরণ করে ১ সেপ্টেম্বর থেকে আবারও আবেদন প্রক্রিয়া চালু হবে। আবেদনের নতুন পদ্ধতির বিষয়ে শিগগিরই জানানো হবে। 

১৪ আগস্ট বা তার আগে জমা দেওয়া আবেদনগুলো ৩১ আগস্ট বা তার আগেই প্রক্রিয়া করা হবে। 

কর্মসংস্থান (সংশোধন) আইনটি গেল মার্চে পার্লামেন্ট পাস হয়েছে। এই আইনের মাধ্যমে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়েছে। এ ছাড়া গর্ভবতী শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে এবং পিতৃত্বকালীন ছুটির বিষয়টিও যুক্ত করা হয়েছে। 

সূত্র : মালয় মেইল।  

এনএফ