লিবিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেশটিতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মুরাদ হামাইমার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম শামীম-উজ-জামান সাক্ষাৎ করেন।

অলোচনায় উভয়পক্ষই পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক বিষয় এবং লিবিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকের রাষ্ট্রদূত বাংলাদেশের জনশক্তির অনুকূলে প্রয়োজনীয় ভিসা প্রদানের জন্য উপ-পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।

এসময় রাষ্ট্রদূত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় দুস্থ ও আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনে সহযোগিতা কামনা করেন।

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সংকটের সময়ে লিবিয়াবাসীর পাশে দাঁড়ানোর জন্য লিবিয়ায় বসবাসরত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশি প্রবাসীদের ধন্যবাদ জানান। তিনি লিবিয়ায় বাংলাদেশি নাগরিকদের সমস্যা সমাধানে সব ধরনের সমর্থন ও সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

এসএসএইচ