কুয়েতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিরের ৯২তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (৮ আগস্ট) সকালে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানের সভাপতিত্বে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

জাতির পিতা ও বঙ্গমাতাসহ ১৫ আগস্ট কালরাতে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয়। এরপর রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. ইকবাল আখতার।

বাঙালির সুদীর্ঘ স্বাধীনতার আন্দোলন ও মুক্তিসংগ্রামের নেপথ্য কারিগর বঙ্গমাতার জীবনকে উপজীব্য করে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা। সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান প্রথমেই জাতির পিতার পবিত্র স্মৃতির প্রতি তার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, শান্তি ও সংগ্রামে, যুদ্ধ কিংবা দেশ বিনির্মাণ সর্বত্রই বঙ্গমাতা জাতির পিতার সাহস ও অনুপ্রেরণার উৎস ছিলেন।

এসময় প্রথম সচিব ও দূতালয় নিয়াজ মোরশেদসহ কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

এসএসএইচ