সংযুক্ত আরব আমিরাতের শারজায় খাদ্য প্রতিষ্ঠানে কাজ করা শ্রমিকদের অবশ্যই প্রতি দু’সপ্তাহে একটি পিসিআর করোনা পরীক্ষা করতে হবে। এমন ঘোষণা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। 

তবে শ্রমিকদের মধ্যে যারা টিকা নিয়েছে তাদের পিসিআর করোনা পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শ্রমিকদের ভ্যাকসিন নেওয়া বা পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফল পাওয়া প্রমাণ করার জন্য প্রতিষ্ঠানে স্টিকার প্রদর্শন করতে হবে।

শারজাহ সিটি পৌরসভা করোনা সুরক্ষা ব্যবস্থাগুলোর সঙ্গে সম্মতি নিশ্চিত করতে খাদ্য সংস্থাগুলোতে পরিদর্শন জোরালো করেছে। এসব প্রতিষ্ঠানে টেবিলগুলো কমপক্ষে দুই মিটার দূরে স্থাপন করতে হবে ও একটি টেবিলে চারজনের বেশি লোক বসতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে। 

এছাড়াও শারজাতে সব ধরনের জামায়েত বা ভিড় নিষিদ্ধ করা হয়েছে। এই বিধি ভঙ্গ করলে বড় ধরনের জরিমানার বিধান রাখা হয়েছে।

এসএসএইচ