ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ আগস্ট) দেশটির রাজধানী হেলসিংকির ইতা কেসকুছের একটি রেস্তোরাঁয় এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

স্মরণসভায় সভাপত্বিত করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির। সভা পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন। সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শহীদদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

আলোচনায় অংশ নেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পলাশ কামালী, মোস্তফা আজাদ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক রাজু মালেক।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের বিচারের সম্মুখীন করার দাবি জানান। সভা শেষে ১৫ শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ড. জহিরুল ইসলাম, সৈয়দ জিয়াসমিন আরা বিথী, পারভীন ইসলাম, রোমেনা হুমায়ুন, টিপু হোসাইন, জিয়া, কামাল, সুমন, সালমান ও মাহবুবসহ অনেকে।

আরএইচ