মালদ্বীপের আদমশুমারিতে স্বতঃস্ফূর্তভাবে তথ্য দেওয়ার আহ্বান
মালদ্বীপের আদমশুমারিতে প্রবাসী বাংলাদেশিদেরকে স্বতঃস্ফূর্তভাবে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিশন। প্রথমবারের মতো দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকদেরও আদমশুমারির আওতায় আনা হয়েছে।
মালদ্বীপ ব্যুরো অফ পরিসংখ্যানের আয়োজনে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আদমশুমারির চলবে। মালদ্বীপ ছোট দেশ হলেও এখানে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকের সংখ্যা চার লাখেরও বেশি। যার মধ্যে প্রায় এক লাখ বাংলাদেশি রয়েছেন।
বিজ্ঞাপন
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ প্রবাসী বাংলাদেশীদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
উল্লেখ্য, এ আদমশুমারিতে বাংলাদেশি প্রবাসীরাও আগামী ১৭ সেপ্টেম্বর থেকে তথ্য সংগ্রহের কাজে অংশগ্রহণ করবে।
বিজ্ঞাপন
ওএফ