গাড়ির নম্বর প্লেট দৃশ্যমান না রাখায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত বছর পাঁচ হাজার ৩৮০ জন চালককে জরিমানা করেছে পুলিশ। সেই সঙ্গে চালকদের গাড়ির নম্বর প্লেট দৃশ্যমান রাখার বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিশেষ করে যেসব যানবাহন মালামাল বহন করে সেগুলোর চালকদের অবশ্যই গাড়ির নম্বর প্লেট যাতে দৃশ্যমান থাকে সেদিকে জোর দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এসব গাড়ির নম্বর প্লেট অনেক সময়ই আংশিক বা পুরোপুরি ঢেকে যেতে দেখা যায়।

সংবাদ মাধ্যম এমরাত আল ইয়মের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ অপরাধের জন্য ৪০০ দিরহাম জরিমানার বিধান রয়েছে। এছাড়াও পুলিশ বিভিন্ন সময় এমন অনেক গাড়িচালককে গ্রেফতার করেছে, যারা রাডার থেকে বাঁচতে ইচ্ছাকৃতভাবে গাড়ির নম্বর প্লেট গোপন করেছিল।

আবুধাবিতে সম্প্রতি জারি হওয়া নতুন ট্রাফিক আইন অনুযায়ী, বৈধ নম্বর প্লেট ছাড়া গাড়ি চালানো অথবা ইচ্ছাকৃতভাবে এলোপাতাড়ি গাড়ি চালানোর অপরাধে গাড়ি জব্দ করা হবে। পরবর্তীতে গাড়ি ছাড়িয়ে নিতে চালককে ৫০ হাজার দিরহাম জরিমানা দিতে হবে।

এসএসএইচ