জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে শেখ রাসেলের জন্মদিন পালন
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। মঙ্গলবার (১৮ অক্টোবর) কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কনসাল জেনারেল কনস্যুলেটের সব কর্মকর্তা কর্মচারী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অতঃপর শেখ রাসেলের ওপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শিশু-কিশোর ও শিশু রাসেলের ওপর উন্মুক্ত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।
বিজ্ঞাপন
কনসাল জেনারেল আরও বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ শিল্প, সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফলতা অর্জন করেছে এবং ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে। তিনি প্রবাসীদের দেশের উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারী, হজ অফিস, সোনালী ব্যাংক প্রতিনিধি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখা ও ইংরেজি শাখার ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার নেতারা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এমএ