চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান

চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ৭ মার্চের ভাষণ উপলক্ষে বিশেষ ওয়েবিনারের উদ্যোগ নিয়েছে। এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান।

রোববার (৭ মার্চ) বেইজিংয়ের স্থানীয় সময় দুপুর ১টায় আর বাংলাদেশের স্থানীয় সময় সকাল ১১টায় এ বিশেষ ওয়েবিনার শুরু হবে।

ভিডিওবার্তায় রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ উপলক্ষে আমরা একটি বিশেষ ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছি। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইতিহাসবিদ এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অনুষ্ঠানের নিমন্ত্রণ সবার কাছে পাঠানো হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ, সংগ্রাম, জীবন দর্শন সম্পর্কে জানা যাবে। চীনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের আলোচনায় অংশ নিতে অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত। 

আরএইচ