মুহাম্মদ রফিক

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের মিসেছপ্লেন এলাকায় মুহাম্মদ রফিক নামে এক বাংলাদেশি ডাকাতের গুলিতে নিহত হয়েছেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায়।

মঙ্গলবার (২ মার্চ) রাতে সশস্ত্র ডাকাতদল রফিকের দোকানে ঢুকে গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

এর আগে, দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রভিন্সের ফোটবিফৌট এলাকায় বাংলাদেশি ব্যবসায়ী নিত্য সরকারের (৩৮) মৃতদেহ উদ্ধার করেছিল স্থানীয় পুলিশ। তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়।

স্থানীয় বাংলাদেশিরা জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে নিত্য সরকারের দোকানের দেয়াল ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাত দল। এ সময় তার গলা ও মাথায় আঘাত করলে তিনি নিহত হন। পরের দিনে সকালে স্থানীয় লোকজন তার দোকান বন্ধ দেখে আশপাশের বাংলাদেশিদের খবর দেয়। 

পরে পুলিশ নিত্য সরকারের রক্তমাখা মরদেহ উদ্ধার করে। অফিসিয়াল প্রক্রিয়া শেষে তার লাশ হিমঘরে রাখা হয়েছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে আগামী কয়েকদিনের মধ্যে নিত্য সরকারের মৃতদেহ দেশে পাঠানো হবে।

এইচকে