ষষ্ঠ চীন-সাউথ এশিয়া এক্সপো এবং ২৬তম চীন-কুনমিং আমদানি-রপ্তানি মেলা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য আরও অনেক দেশের সাথে বাংলাদেশও এতে অংশ নেয়। ১৯ থেকে ২২ নভেম্বর চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে এ মেলা অনুষ্ঠিত হয়েছে।

এক্সপোতে বাংলাদেশের একটি প্যাভিলিয়ন ছিল; সেখানে বাংলাদেশের রপ্তানি পণ্য, ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরা হয়। বাংলাদেশসহ ৮০টিরও বেশি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থা অনলাইন এবং অফলাইনে এক্সপোতে অংশ নেয়। 

এক্সপোতে চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরামে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি চিমিং বক্তৃতা দিয়েছেন।

‘নতুন উন্নয়নের জন্য নতুন সুযোগ’ প্রতিপাদ্যে চার দিনের এই মেগা ইভেন্টটির আয়োজন করে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ইউনান প্রাদেশিক সরকার।  

এনএফ