দক্ষিণ কোরিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালন
জাতির পিতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ
দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে। এ উপলক্ষে রোববার (৭ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
পরে জাতির পিতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনানো হয়। এছাড়াও দূতাবাস কর্তৃক কোরিয়ান ভাষায় অনুদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ভিডিও প্রদর্শন করা হয়।
বিজ্ঞাপন
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিউলস্থ বাংলাদেশ দূতাবাস অনলাইন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে মুখ্য আলোচক ছিলেন স্বনামধন্য লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অব.) সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তার আলোচনার প্রেক্ষিতে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির এশিয়া সেন্টারের ভিজিটিং রিসার্চ ফেলো ইয়ুইয়ুং লি বক্তব্য রাখেন।
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অংশগ্রহণে আরও একটি ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিরা জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্যের ওপর আলোচনা করেন। এসময় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
বিজ্ঞাপন
আরএইচ