আবুধাবিতে এক বছর মেয়াদি বৈধ পার্কিং পারমিট চালু
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে এক, তিন, ছয় এবং ১২ মাসের জন্য সীমিত মেয়াদে পার্কিং পারমিট চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যক্তি ও কোম্পানিগুলো আবুধাবিসহ আল আইনের কালো এবং নীল রঙ চিহ্নিত নির্ধারিত স্থানে তাদের যানবাহন রাখতে পারবেন।
নতুন এ নিয়মে পার্কিং ফি হিসেবে এক মাসের জন্য ৩৯৩ দিরহাম, তিন মাসের জন্য ১ হাজার ১৭৪ দিরহাম, ছয় মাসের জন্য ২ হাজার ৩৪৮ দিরহাম এবং ১ বছরের জন্য ৪ হাজার ৬৯৫ দিরহাম নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা ভোগ করতে যানবাহন চালকদের www.itc.gov.ae-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনে অবশ্যই তাদের এমিরেটস আইডি এবং গাড়ির নিবন্ধনকরণ পত্র জমা দিতে হবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে আবুধাবি পৌরসভা ও পরিবহন অধিদফতরের সমন্বিত পরিবহন কেন্দ্র (আইটিসি) জানিয়েছে, এটি জনসাধারণের জন্য স্বাচ্ছন্দ্যের। এ প্রক্রিয়ায় জনগণকে প্রতিদিনের পার্কিং ফি নিয়ে বিরক্ত হতে হবে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পারমিট কেবল স্ট্যান্ডার্ড পার্কিংয়ে ব্যবহারের জন্য যোগ্য। এ সুবিধা ব্যক্তি, চিঠি সরবরাহকারী সংস্থা এবং পরিষেবা সরবরাহকারীরা তাদের যানবাহন বা মোটরসাইকেলের জন্য পেতে পারে। নতুন এ সেবাটি আবাসিক পার্কিংয়ের অনুমতিগুলোকে প্রতিস্থাপন করে না।
বিজ্ঞাপন
এমএইচএস