করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্পকে চাঙ্গা করার জন্য নতুন দুটি ভিসা চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। সেগুলো হলো কে-কালচার ভিসা ও দ্য ওয়ার্ককেশন ভিসা। 

সম্প্রতি সিউলে কোরিয়া ট্যুরিজম অর্গানাইজেশনের (কেটিও) প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

কে-কালচার ভিসা মূলত ওই ধরনের বিদেশি নাগরিকদের জন্য যারা কোরিয়ান সংস্কৃতির প্রতি আগ্রহী। তারা নির্দিষ্ট সময় দক্ষিণ কোরিয়ায় অবস্থান করে কোরিয়ান সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং প্রশিক্ষণ নিতে পারবেন। এই ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বিদেশি তরুণরা। চলতি বছরের প্রথমার্ধে এই ভিসা চালু করা হবে জানিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।

ওয়ার্কেশন ভিসা হলো ভ্রমণ এবং কাজ দুইটাই একসঙ্গে করা। এই ভিসাধারী বিদেশি নাগরিকরা কোরিয়ায় বসে তাদের নিজ দেশের প্রতিষ্ঠানের যেকোনো ধরনের কাজ করতে পারবেন। তারা কোরিয়া ভ্রমণ করবেন এবং ভ্রমণরত অবস্থায় রিমোটলি তাদের কাজও চলবে। এটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে চালু করা হবে।

কেএ