পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য কোনো ধরনের ফি লাগবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সৌদি আরবে তিন দিনের সফর শেষে বুধবার (১০ মার্চ) ঢাকায় ফিরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমরা প্রবাসীদের পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের ফি না নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি। এটি গৃহীত হয়েছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেব।

তিনি আরও বলেন, প্রবাসে পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য ২৫ ডলার ফি নেওয়া হয়। এই ফি লাগবে না।

প্রবাসীদের নানা সমস্যার মধ্যে পাসপোর্ট সমস্যা অন্যতম। বিদেশের মাটিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে পাসপোর্ট সমস্যার সমাধানে অনেক সময় ঝামেলায় পড়তে হয়। মধ্যপ্রাচ্যে প্রবাসী কর্মীর পাসপোর্ট তার মালিকের কাছে জমা রাখতে হয়। ফলে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও কর্মীরা বলতে পারেন না। ছুটি বা আকামা নবায়নের প্রয়োজন হয় তখন ধরা পরে। এজন্যে কর্মীদের এক বছরের হাতে লিখিত একটি জরুরি মেয়াদ করে দিলেও নেওয়া হতো নির্দিষ্ট একটি ফি। 

ওএফ