যুক্তরাষ্ট্রে ৩ বছরের বাচ্চার গুলিতে অপর শিশু আহত
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েটে মঙ্গলবার (৯ মার্চ) পৃথক ঘটনায় দুই শিশু গুলিতে আহত হয়েছে। এই গোলাগুলি শহরের পূর্ব পাশে প্রায় দুই ঘণ্টার ব্যবধানে হয়েছে বলে জানিয়েছেন ডেট্রয়েট পুলিশ ক্যাপ্টেন কিম্বারলি ব্ল্যাকওয়েল।
তিনি জানান, ওমিরা স্ট্রিটে তিন বছরের এক বালক গুলিতে আহত হয়েছে। পুলিশ ধারণা করছে যে হামলাকারী একই বয়সের আরেকটি শিশু ছিল। পুলিশ শিশুটির বেঁচে থাকার আশা করছে।
বিজ্ঞাপন
পুলিশ বলেছে, দ্বিতীয় ঘটনাটি ১৯৪০০ জাস্টিনের ব্লকে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ঘটে। ১০ বছরের একটি ছেলে কোনোভাবে একটি বন্দুক খুঁজে পায়। সেটি নিয়ে খেলতে শুরু করলে দুর্ঘটনাবশত গুলি বের হয়ে তার ১৩ বছরের চাচাতো ভাই আহত হয়। ১৩ বছরের ছেলেটিকে স্থানীয় একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
পুলিশ ক্যাপ্টেন ব্ল্যাকওয়েল জানিয়েছেন, ১২ বছরের আরেকটি ছেলে সে সময় বাড়িতে ছিল কিন্তু সে আহত হয়নি। উভয় ঘটনার মামলা তদন্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে সার্জেন্ট নিকোল কার্কউড বলেছেন, এগুলো প্রতিরোধযোগ্য অপরাধ যা এড়ানো যায়। বন্দুক মালিকদের আরও দায়িত্বশীল হওয়া দরকার।
এ নিয়ে রাজ্যটিতে গুলিতে চার শিশু আহত হবার ঘটনা ঘটেছে। গত ২০ জানুয়ারি ১৮ মাসের একটি ছেলে তার পাঁচ বছরের চাচাত ভাইকে ডেট্রয়েটের পশ্চিম পাশে স্টুর্তেভেন্টের ২৪০০ ব্লকে গুলি করে হত্যা করেছিল। চার দিন পরে, একটি চার বছর বয়সী ছেলে শহরের পশ্চিম পাশে হুবেলের ১৪৪০০ ব্লকের একটি বাড়ির ভিতরে একটি বন্দুক পেয়েছিল। সে নিজেকেই গুলি করে।
ডেট্রয়েট পুলিশ সম্প্রতি ঘোষণা করেছে যে তারা সব পুলিশ চত্বরে বিনামূল্যে বন্দুকের তালা সরবরাহ করছে। ওয়েইন কাউন্টি শেরিফ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজিনাল্ড কাউফড বলেছেন, তার ইউনিয়ন শেরিফ রাফায়েল ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে একটি পৃথক বন্দুক লক চালু করার জন্য।
এদিকে শেরিফের মুখপাত্র পলা ব্রিজ বলেদছেন, একটি বন্দুক লক উদ্যোগ শিগগির ঘোষণা করা হবে। ডেট্রয়েটের ৪৭৪৭ উডওয়ার্ডে শেরিফের অফিসের সদর দফতরে বিনামূল্যে কিছু বন্দুকের তালা পাওয়া যাবে।
ওএফ