পক্ষপাতিত্ব নয়, আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান
সংযুক্ত আরব আমিরাতে নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথ
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মাদ বিন রশিদ এবং দুবাই জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান শেখ মাকতুম বিন মুহাম্মাদ বিন রশিদ আল মাকতুমের উপস্থিতিতে নতুন নিয়োগ পাওয়া কয়েকজন বিচারপতি শপথ নিয়েছেন। এ সময় নিয়োগ পাওয়া বিচারপতিরা ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শেখ মোহাম্মদ রাশেদ বিচারপতিদের নিষ্ঠা ও নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান। পাশাপাশি মানবাধিকার ও মানুষের মর্যাদা রক্ষার প্রতিও দায়িত্ববান হওয়ার নির্দেশনা দেন।
বিজ্ঞাপন
সংযুক্ত আরব আমিরাতের বিচার ব্যবস্থার আইনি কাঠামো
সংযুক্ত আরব আমিরাতের বিচার ব্যবস্থা দ্বিপক্ষীয় পদ্ধতিতে পরিচালিত হয়। একদিকে ফেডারেল সুপ্রিম কোর্টের নেতৃত্বে ফেডারেল বিচার বিভাগ। অন্যদিকে স্থানীয় সরকারগুলোর নেতৃত্বে স্থানীয় বিচার বিভাগ।
বিজ্ঞাপন
দেশটির সর্বোচ্চ বিচারিক ক্ষমতা ফেডারেল সুপ্রিম কোর্টের
আদালত এবং পাবলিক প্রসিকিউশন বিভাগের কাজ তদারকি করে দেশটির বিচার মন্ত্রণালয়। বিচারক নিয়োগ, আইনজীবীদের লাইসেন্স প্রদান, বিশেষজ্ঞ ও আইনি অনুবাদক নিয়োগ করার কাজগুলো এ মন্ত্রণালয়ের আওতাধীন।
আমিরাতের সাতটি রাজ্যের প্রতিটিতেই ফেডারেল বিচারিক কর্তৃপক্ষে অংশ নেওয়া বা তার নিজস্ব স্থানীয় বিচার ব্যবস্থা পরিচালনা করার অধিকার রয়েছে। শারজাহ, আজমান, ফুজাইরাহ এবং উম্মে আল কাওয়াইন ফেডারেল বিচার ব্যবস্থা অনুসরণ করে।
আল বায়ান অবলম্বনে মুহাম্মাদ শোয়াইব
এমএইচএস