হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশি জামাল (ছবি: সংগৃহীত)

কুয়েতের আবু ফতিরা এলাকায় গাড়ি পরিষ্কার না করায় জামাল নামে বাংলাদেশিকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কুয়েতি নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন। 

স্থানীয় গণমাধ্যম আল রাই ও আরব টাইমসে এ সংবাদ প্রকাশ হয়। গুরুতর আহত ওই বাংলাদেশি প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে দেশটির আদান হাসপাতালে তিনদিন যাবৎ আইসিউতে পর্যবেক্ষণে রয়েছে তিনি। 

আহত জামালের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পুবার বাক্তার চর এলাকায়।  
জামালের ভাগ্নে মকবুল জানান, কুয়েতে  ১৮ বছর যাবৎ কাজ করছেন জামাল। এক বাংলাদেশি ছুটিতে দেশে যাওয়ায় সময় আমার মামাকে ওই কুয়েতির গাড়ি পরিষ্কার করতে বলে যায়। তার কথামতো আমার মামা গাড়ি পরিষ্কার করে আসছিলেন। 

তিনি জানান, গত ১১ জানুয়ারি সন্ধ্যায় সেই কুয়েতি এসে বলে তার গাড়ি পরিষ্কার হয়নি। গাড়ির ভেতরে ও বাইরে এখন পুনরায় পরিষ্কার করে দিতে হবে। বিষয়টি নিয়ে মামা ও কুয়েতির মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মামা সেখান থেকে চলে যাওয়ার জন্য পেছন ফিরলে কুয়েতি সজোরে ঘাড়ের মধ্যে আঘাত করে। এতে আমার মামা মাটিতে পড়ে যান।
 
তিনি আরও জানান, পরে অ্যাম্বুলেন্সকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে মামা কথা বলতে পারলেও তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়। অবস্থার অবনতি হলে গত তিনদিন ধরে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। তার মালিক নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন। আমার মামা দেশে দুই কন্যা সন্তানের জনক।

কেএ