ইতালির পর্যটন নগরী ভেনিসে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর কুমিল্লা সমিতির পৃষ্ঠপোষকতায় মিলান বার্তার আয়োজনে প্রবাসীদের ব্যাপক, উৎসাহ উদ্দীপনায় ভেনিস ক্রিকেট ক্লাবের সার্বিক সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হয়।

রোববার স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত খেলায় ভেনিস ক্রিকেট ক্লাবের গ্রিন ও সাদা দল অংশগ্রহণ করে। গ্রিন দল টসে জিতে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। জয়ের টার্গেট নিয়ে সাদা দল খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭৫ রান সংগ্রহ করে। ফলে এক রানে জয়লাভ করে গ্রিন দল। 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলান বার্তা পত্রিকার সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- বৃহত্তর কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা রেহান উদ্দিন দুলাল, উপদেষ্টা আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, যুগ্ম সম্পাদক আজাদ খান, সদস‍্য শরীফুল আলম মৃধা, সহ-সভাপতি আলমগীর হোসাইন,
অর্থ সম্পাদক কবির হোসাইন, প্রচার সম্পাদক নুরে আলম, আপ‍্যায়ন বিষয়ক সম্পাদক সারোয়ার সরকার প্রমুখ।

এসময় খেলা উপভোগ করতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক কাজী রোনাক, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, আব্দুল মান্নান, আমজাদ হোসেনসহ আরও অনেকে।

পরে বিজয়ী ও পরাজিত দুই দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিরা। এছাড়া খেলার আয়োজন করার জন্য কুমিল্লা সমিতির পক্ষ থেকে মিলান বার্তা পরিবারকে সম্মাননা পুরস্কার তুলে দেন সমিতির নেতৃবৃন্দ এবং আয়োজকরা। খেলায় কুমিল্লা সমিতির নেতাদের পৃষ্ঠপোষকতা করার জন্য সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রবাসে এমন সুন্দর আয়োজনের জন্য উপস্থিত সকলেই আয়োজক ও খেলোয়াড়দের অভিনন্দন জানান। 

এনএফ