টিকা নিলেন কুয়েতের প্রধানমন্ত্রী

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ কোভিড-১৯ প্রতিরোধে ফাইজারের টিকা নিয়েছেন। এর মধ্য দিয়ে দেশটিতে ফাইজারের টিকাদান শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা মিশরেফ এলাকায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। 

এ সময় প্রধানমন্ত্রী ছাড়াও কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপ-প্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড় ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিলাল আল সায়ের ফাইজারের টিকা নেন।

বৃহস্পতিবার দেশটির গণমাধ্যমে ফাইজার টিকাদান কর্মসূচির খবর প্রকাশ হয়েছে। কুয়েতের প্রধানমন্ত্রী ভ্যাকসিন নেওয়ার পর বলেন, এই ভ্যাকসিন নিরাপদ এবং অনেক দেশ এটি প্রয়োগের অনুমোদন দিয়েছে। 

কুয়েতের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯২৪ জন। এ অবস্থায় কুয়েত সরকার মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর আগে গত বুধবার কুয়েত দেড় লাখ ডোজ ভ্যাকসিন হাতে পায়।

ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে প্রথম ধাপে অগ্রাধিকার পাচ্ছেন চিকিৎসাখাতের মানুষেরা। পাশাপাশি ৬৫ বছরের বেশি বয়সী এবং ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে ভ্যাকসিন। তৃতীয় ভাগে সাধারণ নাগরিকদের এই টিকা দেওয়া হবে। 

এরইমধ্যে ৭৩ হাজার ৭০০ জন ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

এসআর/এইচকে