সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে আজ বুধবার থেকে করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে। ফাইজার-বায়োএনটেকের এ টিকা দেওয়া হচ্ছে বিনামূল্যে। 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুবাইয়ের সুপ্রিম কমিটি অব ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এ সংক্রান্ত এক বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (২৩ ডিসেম্বর) দুবাইয়ে করোনার একটি বড় টিকাদান কর্মসূচি শুরু হবে। তাতে ফাইজার-বায়োএনটেকের টিকা বিনামূল্যে দেওয়া হবে। 

সর্বশেষ তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে করোনায় মারা গেছেন ৬৪২ জন। আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৫ হাজার ৮৭৮ জন। 

এমএ/এইচকে